বগুড়ায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
কিশোর বাংলা প্রতিবেদনঃ ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপী শিশু একাডেমীতে এনসিটিএফ এর বার্ষিক সাধারণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এনসিটিএফ বগুড়ার সভাপতি পুষ্পা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু। প্রধান অতিথি তার বক্তব্যে শিশু ও যুবকদের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন। সেই সাথে তিনি বলেন আজ বিভিন্ন ক্ষেত্রে সরকারি-বেসরকারি পৃষ্টপোষকতায় শিশুদের নেতৃত্বের যে বিকাশ সাধন হয়েছে তা আগামীর উন্নত বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে।
মাদকনির্মূল অভিযান এর পাশাপাশি বর্তমান সরকার যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টায় নেমেছেন সেক্ষেত্রে তিনি সকলকে সহযোগিতার আহবান জানান। তিনি তার বক্তব্যে এনসিটিএফ পরিবারের আগামীর সকল কাজে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করবেন মর্মেও প্রতিশ্রুতি দেন এবং শিশু বান্ধব বগুড়া গড়তে জেলা পরিষদ সর্বদা পাশে থাকবে বলেও জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস। দিনব্যাপী সভার সার্বিক পরিচালনা করেন এনসিটিএফ জেলা ভলেন্টিয়ার সঞ্জু রায় ও পারমিতা ভট্টাচার্য স্বর্ণা।
উল্লেখ্য, এবছরের সাধারণ সভায় ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া সেন্ট্রাল হাই স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ সহ এনসিটিএফ এর বিদ্যালয় পর্যায়ের প্রায় শতাধিক শিশু নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।