কিশোর বাংলা প্রতিবেদন: বরিশালের মুলাদীতে মোবাইল ফোন চুরির অভিযোগে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ শে অক্টোবর চর শফিপুর গ্রামে শাওন নামে এক কিশোরকে মোবাইল চুরির অভিযোগে আটক করে এলাকাবাসী। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পেটানো হয়।
এ ঘটনার মোবাইলে ধারণকৃত ভিডিও বরিশালে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের উপ-পরিচালকের হাতে পৌঁছালে, তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান।
পরে এ অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ২ জনকে আটক করে পুলিশ। নির্যাতিত শাওন তার পরিবারের কাছে নিরাপদে আছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
বাংলাদেশে গত কয়েক বছরে শিশুকিশোর নির্যাতনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। এধরনের ঘটনা দ্রুত বিচারের আওতায় না আনলে ভবিষ্যতেও এধরনের ঘটনা ক্রমাগত বাড়তে থাকবে। এধরনের নির্যাতনের ঘটনা গুলো অনেক ক্ষেত্রেই খুব হিংস্র হয়ে থাকে এবং সামাজিক মুল্যবোধের বিপরীতে অবস্থান গ্রহণ করে।
সামান্য একটি ফোন চুরির ঘটনায় এধরনের হিংস্রতা শিশুকিশোরদের অনিরাপত্তার পরিচায়ক। তাই পূর্বের বেশকিছুর ঘটনার সাথে সাথে এই ঘটনারও দ্রুত তদন্ত ও বিচারের আশ্বাস প্রশাসন দিয়েছে।