ফেরারী শৈশব
ফেরারী শৈশব
কৌশিক আহমেদ
শরতের এক শান্ত বিকেলে
চিলে কোঠায় বসে,
আকাশ পানে অবাক হয়ে
রইযে তাকিয়ে।
দূর গগনে চলছে কেমন
মেঘের ঘনঘটা,
হঠাৎ করেই শৈশব মোর
ছড়ায় আলোকছটা।
দুরন্ত সেই ছুটে চলা
অপার স্বাধীনতা,
বৃষ্টির দিনে আম কুড়ানো
ঝড়ের সাথে খেলা।
সন্ধ্যা হলে বাড়ী ফেরা
সারা গায়ে ধুলো,
মায়ের সেই আদর ভরা
মিষ্টি বকুনিগুলো।
রাতের বেলা বৃষ্টির গান
বাজতো টিনের চালে,
কি মধুর যে ছিল সে সুর
বুঝবে সে কেউ কিসে।
বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশি
হতো না গুনে শেষ,
মনের সাথে মনের সে মিল
লাগতো মোদের বেশ।
খোলা মেলা এক জীবন ছিলো
নীল আকাশের মতো,
আবার যদি সেই দিনগুলো
ফিরে পাওয়া যেতো।
শহুরে এই জীবনে আজ
রয়েছে অনেক কিছু,
শুধু নেই সেই অবাধ জীবন
ডাকছে না কেউ পিছু।
পুরনো সেই দিনগুলোতে
ফিরে যেতে চায় মন,
দূর গগনে মেঘের খেলা
এ হৃদয় হয় উচাটন।