কিশোরবাংলাপ্রতিবেদন: ফেনী সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ ভূঁইয়া সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও স্থানীয় শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম ভূঁইয়া।
বিদ্যালয়ের শিক্ষক মফিজুল হক আনসারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের দাতা সদস্য জয়নাল আবদিন ভূঁঞা, শেখ শহীদুল ইসলাম, সালাহ উদ্দিন ভূঁঞা বেলাল, আবুল বাশার, জহির চৌধুরী, আবদুর রহিম ফিরোজ, ইসমাইল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সংগীত, আবৃতি, নৃত্য পরিবেশনসহ নানা আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।