ওয়ারিসাআফসিননাওমি : কিশোর বাংলা অনলাইন পোর্টালে “প্রতিদিন ধাঁধা প্রতিদিন পুরষ্কার” নামে আয়োজন করা হয়েছে ধাঁধার আসর । প্রতিদিনের এ আয়োজনে থাকছে তিনটি করে ধাঁধা। আর প্রতিদিন ধাঁধার পুরষ্কার হিসেবে থাকছে বই এবং শিক্ষামূলক উপকরণ। যা ধাঁধা বিজয়ীদের ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
প্রতিদিন ধাঁধা – ৪৩ এর উত্তর পাঠানোর শেষ সময় আগামী ১০ জানুয়ারি ২০১৮। প্রতিদিন ধাঁধা–৪৩ এর সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ীদের নাম এবং উত্তর প্রকাশ করা হবে আগামী ১১ জানুয়ারি ২০১৮। সঠিক উত্তরদাতা পাওয়া না গেলে নির্ধারিত তারিখে শুধুমাত্র উত্তর প্রকাশ করা হবে।
আজকেরধাঁধা – ৪৩
১। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রটি একটি শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। বলতে হবে এই উপন্যাসটি কে লিখেছেন এবং চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে?
২। কোন জিনিস পাখির পালকের মতো হালকা, কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও এটিকে ধরে রাখতে পারে না?
৩।পৃথিবীর কক্ষপথের ব্যাস পাড়ি দিতে আলোর কত সময় লাগে?
ধাঁধা–৩৮এরউত্তর
১. হ্যামলেট রিটেলিং।
২. দুটি ঘড়ি একসঙ্গে চালিয়ে দ্বিতীয়টি থামলে একটি খোলা ফ্রেমে বালু ফেলতে হবে প্রথম ঘড়িটি না থামা পর্যন্ত।
৩. চশমা।
বিশেষদ্রষ্টব্য :প্রতিদিন ধাঁধা–৩৮ এর উত্তর পাঠিয়েছেন ১৭২১ জন। এর মধ্যে তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন যারা তাদের মধ্য থেকে তিন জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। প্রতিদিন ধাঁধা–৩৮-এর লটারিতে বিজয়ী হয়েছেন যারা তারা হলেন–
১. শারমিলা আক্তার,বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া। ২. মেহরীন জাহান,নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়, কুমিল্লা। ৩. রাগিব রওনক, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া।
বিজয়ীরা নির্ধারিত সময়ের মধ্যে পেয়ে যাবেন ২০০ শত টাকা মূল্যের পুরষ্কার অর্থাৎ শিশু–কিশোর পাঠ্য উপযোগী বই অথবা শিক্ষামূলক উপকরণ।
ধাঁধারআসরেঅংশগ্রহণেরনিয়মাবলী :
প্রতিদিন ধাঁধা প্রতিযোগিতায় শুধুমাত্র কিশোর–কিশোরীরাই অংশগ্রহণ করতে পারবেন। তবে কিশোর বাংলার সাথে সংশ্লিষ্টরা পরিবারের সদস্যরা এ প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিটি ধাঁধা পর্বের উত্তর ধাঁধা প্রকাশের পরবর্তী (সাত) দিনের মধ্যে পাঠাতে হবে। “প্রতিদিন ধাঁধা” র নম্বর উল্লেখপূর্বক উত্তরপত্র ডাক অথবা কুরিয়ার–এর মাধ্যমে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। হাতে হাতেও উত্তরপত্র পৌঁছানো যাবে। ধাঁধার সঠিক উত্তর দিয়ে আপনিও পেতে পারেন পুরষ্কার। এজন্য আপনাকে অবশ্যই কিশোর বাংলার ফেসবুক (https://www.facebook.com/KishoreBangla/) পেজের ফলোয়ার হতে হবে। অন্যথায় উত্তরপত্র গ্রহণ করা হবে না।
ধাঁধার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে পুরষ্কৃত করা হবে। উত্তরপত্রের সাথে আপনার নাম, বয়স, শ্রেণী, স্কুলের নাম, বাসার ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি (ভেরিফেকশনের জন্য) স্পষ্টকারে লিখুন। উত্তরপত্র পাঠানোর ঠিকানা :