পা দিয়ে লিখে পিইসি পরীক্ষা দিচ্ছে সিয়াম

কিশোর বাংলা প্রতিবেদন: শুধু শারীরিক শক্তিই নয়, ইচ্ছা আর মনোবল থাকলে কোনো বাঁধাই পথ আটকে রাখতে পারে না। তার বাস্তব দৃষ্টান্ত দুই হাতবিহীন মেধাবী ছাত্র সিয়াম (১১)। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ) পরীক্ষা দিচ্ছে সে।

সিয়াম ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর জিন্নাহ্ মিয়ার ছেলে। সে উদনাপাড়া ব্র্যাক শিশু নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ পরীক্ষা চলাকালে কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১১৫নং কক্ষে একটি টেবিলের ওপরে বসে পরীক্ষা দিচ্ছে সিয়াম। দুটি হাত না থাকায় বাম পায়ের আঙ্গুলে কলম রেখে খাতায় মনোযোগ দিয়ে লিখে চলেছে সে। লেখার মানও দেখতে সুন্দর।

পরীক্ষা শেষে কক্ষ থেকে বেড়িয়ে সিয়াম জানায়, ‘আমার কোনো হাত নেই, তাতে কী? অধিকাংশ কাজ নিজেই করার চেষ্টা করি। হাত না থাকলেও পায়ে লিখে পরীক্ষা দিতে পারছি- এটাই আমার আনন্দ।’ সে দেশের সর্বোচ্চ লেখাপড়া শেষ করে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়ে দেশের সেবা করতে চায়।