কিশোরবাংলাপ্রতিবেদন: ‘নাটক জীবনের কথা বলে’ এই শ্লোগান নিয়ে পথ শিশুদের জীবন কাহিনী নিয়ে মুন্সীগঞ্জে মঞ্চায়িত হয়েছে নাটক ‘সুয়েটার’। মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।
বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ থিয়েটারের ৬৮তম প্রযোজনা নাটক ‘সুয়েটার’ দর্শকদের মুগ্ধ করে। নাটকটিতে পথশিশুদের জন্ম, মৃত্যু, পথে পথে কাগজ কুড়ানো, মানুষের অনাদর-অবহেলা, অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়াসহ তাদের জীবন কাহিনীর চিত্র ফুটে উঠে।
মুন্সীগঞ্জ থিয়েটারের পরিবেশনায় নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন ইখতিয়ার উদ্দিন মিথুন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রধান অতিথি হিসেবে নাটকটির উদ্বোধন করেন। এ সময় নৃত্যও পরিবেশিত হয়।