নীলফামারীর ইন্টারন্যাশনাল স্কুলে ‘কিশোর বাংলা’ বিতরন
কিশোর বাংলা প্রতিবেদন: কোমলমতি শিক্ষার্থীদের সাহিত্য চর্চায় উৎসাহিত করতে এবং শিশুতোষ বিনোদনের উৎস হিসেবে দি ডেইলি অবজারভার পরিবারের ‘কিশোর বাংলা’ কে বেছে নিয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি গত ১২ ডিসেম্বর আয়োজন করে কবিতা আবৃতি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। ওইদিন বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া ‘বড় হওয়ার সঙ্গী’ খ্যাত ‘কিশোর বাংলা’ ম্যাগাজিনটি।
প্রতিষ্ঠানের শিক্ষক শারমিন আক্তারের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কিশোর বাংলা তুলে দেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোঃ শাবাহাত আলী সাব্বু, ভাইস-প্রিন্সিপাল নিঘাত সুলতানা রুমা, দি ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শামীম আরা, জুলফিকার আলী, নাসরিন আক্তার, নিলুফা ইয়াসমিন, আফরোজা সরকার, আজিম উদ্দিন, মোঃ সাঈদ ইকবাল, মোঃ রাশিদ ইকবাল প্রমুখ।
স্কুল ক্যাম্পাসে আয়োজিত প্রতিযোগিতায় চিত্রাঙ্কন ‘ক’ গ্রুপে প্রথম- বার্জিশ আলী (২য় শ্রেণি), দ্বিতীয়- সিফাত নুর সামিহা- (১ম শ্রেণি), তৃতীয়- সায়না ইসলাম আলিফ -(১ম শ্রেণি)। চিত্রাঙ্কন ‘ক’ গ্রুপে প্রথম- আফরাহ আনান আরশি-(৭ম শ্রেণি), দ্বিতীয়- মারফিয়া আহমেদ-(৪র্থ শ্রেণি), তৃতীয়- মেহের নিগার তুবা- (৪র্থ শ্রেণি)। রচনা লিখন ‘খ’ গ্রুপে প্রথম- স্নেহা সুলতানা বর্ষা- (৭ম শ্রেণি), দ্বিতীয়- ফারহাত সাবা- (৪র্থ শ্রেণি), তৃতীয়- নাহিদ হাসান রাফি-(৮ম শ্রেণি)। কবিতা আবৃত্তিতে প্রথম- ওসেনাতুল হাসনাত তুবা- (৪র্থ শ্রেণি), দ্বিতীয়- ফারহাত সাবা- (৪র্থ শ্রেণি), যৌথবাবে তৃতীয়- বার্জিশ আলী- (২য় শ্রেণি) ও মেহেজাবীন হক ইলমা- (৩য় শ্রেণি)।
প্রিন্সিপাল মোঃ শাবাহাত আলী সাব্বু বলেন, বই পড়ার প্রতি বাচ্চাদের উৎসাহিত করতে আমরা বরাবই শিশুতোষ এবং শিক্ষনীয় বই বা ম্যাগাজিন পছন্দ করে থাকি। কিন্তু বর্তমানে বাজারে যেসব ম্যাগাজিন রয়েছে তার মধ্যে আমার মনে হয়েছে কিশোর বাংলা সেরা। তাই আমরা প্রতিষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে পুরস্কার তালিকায় থাকবে কিশোর বাংলা । এর মাধ্যমে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে।
উল্লেখ্য, জেলার স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্ধারিত পাঠ্যক্রমের পাশাপাশি জাতীয় ও আঞ্চলিক এবং সামাজিক বিভিন্ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকে। চমকপ্রদ একাডেমিক রেজাল্টের পাশাপাশি অন্যান্য কার্যক্রম প্রসংশনীয় বলে অভিভাবকগণ অভিমত ব্যক্ত করেন।
: সাব্বির আহমেদ সাবের, নীলফামারী প্রতিনিধি