নিউইয়র্ক নগরীর ৮০% স্কুল প্রতিবন্ধী শিশুদের জন্য অনুকূল নয়

কিশোর বাংলা প্রতিবেদন: নিউইয়র্ক নগরীর স্কুলগুলোর ৮০ শতাংশেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুব্যবস্থা নেই। নগরীর ১ হাজার ৮১৮টি স্কুলের মধ্যে মাত্র ৩৩৫টিতে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুব্যবস্থা রয়েছে। সবচেয়ে বাজে অবস্থা ব্রুকলিন এলাকার। এখানকার কোনো স্কুলই শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুকূল নয় বলে ১৫ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যাডভোকেটস ফর চিলড্রেন নামের একটি অলাভজনক সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি স্কুলগুলোর ৮০ শতাংশেরই অবকাঠামো শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুকূল নয়। এমনকি শারীরিক প্রতিবন্ধীদের জন্য তৈরি বিশেষায়িত স্কুলগুলোও এ ধরনের শিক্ষার্থীদের জন্য পুরোপুরি অনুকূল নয়।

শারীরিক প্রতিবন্ধীদের জন্য জরুরি অনেক কিছুই গুরুত্ব পায়নি স্কুলগুলোর অবকাঠামো নির্মাণে। এ ক্ষেত্রে হুইলচেয়ার শ্রেণিকক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো পর্যাপ্ত এলিভেটর না থাকার কথা উল্লেখ করা যায়। এ বিষয়ে অ্যাডভোকেটস ফর চিলড্রেনের নীতি সমন্বয়ক ম্যাগি মোরোফ নিউইয়র্ক ডেইলি নিউজকে বলেন, ‘স্কুলগুলোর অবকাঠামো শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য অনুকূল নয়।’