ধাঁধা

শিশুরা যেমন মজার মজার গল্প ভালোবাসে, তেমনি ভালোবাসে মজার মজার সব ধাঁধা নিয়ে ভাবতে। তবে অনেকেই ধাঁধা জিজ্ঞেস করতে গিয়ে সব কাঠখোট্টা ধাঁধা দিয়ে বসে। অত কঠিন ধাঁধা কি পারা যায় নাকি? শিশুরাও একদম বেজার হয়ে যায় বেশি কঠিন ধাঁধা শুনলে। এই ধাঁধাগুলো কিন্তু একদম তেমন নয়। মজারও আছে, আবার

১. কোন জিনিসের একটা মুখ আছে, দুটো হাত আছে কিন্তু কোনো পা নেই?

২. তোমার টাকা দ্বিগুণ করার সহজ উপায় কী?

৩. কোন জিনিসের বুড়ো আঙুল আছে, সাথে চারটা আঙুলও আছে; কিন্তু জিনিসটা জীবিত নয়।

৪. ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?

৫. কোন জিনিসের ঘাড় আছে কিন্তু মাথা নাই?

৬. কোন জিনিস শুকায় আবার ভেজার জন্য?

৭. কোনটা চলে যায় কিন্তু আর ফিরে আসে না?

৮. কোন জিনিসটা তোমার কিন্তু তোমার চেয়ে অন্য মানুষেই বেশি ব্যবহার করে?

৯. সবারই এটা আছে আর কারোই এটা হারানোর উপায় নেই। কী সেটা?

১০. লক্ষ বছর ধরে থাকলেও এটিকে একটানা এক মাসের বেশি দেখি যায় না। কী নাম তার?

উত্তর

১. ঘড়ি।

২. আয়নার সামনে ধরো, তাহলেই দ্বিগুণ দেখাবে!

৩. দস্তানা/হাতমোজা।

৪. ডিম।

৫. বোতল।

৬. তোয়ালে।

৭. তোমার বয়স।

৮. তোমার নাম।

৯. নিজের ছায়া।

১০. চাঁদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *