দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন
কিশোর বাংলা প্রতিবেদনঃ আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন পূর্ব সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আহাদ আলী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল বিশ^াস।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, কোতয়ালী মহিলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন আরা জোসনা, শহর মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেসমিন আরা, শহর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সোয়েবা সুলতানা রিতা।
বক্তব্য রাখেন, ফারজানা শারমিন রীনা, আবুল কালাম, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান, আব্দুর রহমান, ইকবাল হাই স্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেন, আব্দুল কুদ্দুস প্রমুখ। পুষ্পস্তবক অর্পন শেষে ১৫ আগষ্ট জাতির জনকসহ সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল।