এক বাচ্চা ছেলে তার বাবাকে বলল, ‘বাবা, আমার চোখে সমস্যা হয়েছে। দূরের জিনিস একদম দেখি না। আমাকে চশমা কিনে দাও।’
বাবা চমকে উঠে বললেন, ‘বল কী বাবা! চল তো বাইরে গিয়ে পরীক্ষা করি।’ বাবা : ওপরে তাকাও। কী দেখা যায়, বল? ছেলে : সূর্য। বাবা : তুমি আর কত দূর দেখতে চাও?