ভোট চাইতে ভোটারের কাছে গেছেন এক নেতা। নেতা : চাচা, কথা দেন, ভোটটা আমারেই দেবেন। ভোটার : কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলেছি। নেতা : তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, তা তো নয়। ভোটার : তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।
কৌতুক সংগ্রাহক :ফারিয়া তাসনিম, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।