তরুণ-তরুণীর ব্যাতিক্রমী পাঠশালা ‘শিশু নিকুঞ্জ’

কিশোর বাংলা প্রতিবেদন: সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ছোট্ট একটা গ্রাম বওড়া। কিছুদিন আগেও এই গ্রামের বাচ্চারা পড়াশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আদব-কায়দার বিষয়ে বেশ উদাসীন ছিল। সেই উদাসীনতা দূর করতে দুই তরুণ-তরুণী এক ব্যাতিক্রমী পাঠশালা স্থাপন করেছে।
কিছুদিন ধরেই ওই গ্রামের মেয়ে শিউলী খাতুন (২০) ও তার সম্পর্কে মামা জাহিদ হাসান মিঠুর (২৫) পরিচালনায় বই বাদ দিয়ে মোবাইলে ভিডিওর মাধ্যমে চলছে এ ব্যতিক্রমী স্কুল।
বাচ্চাদের বইতে যেসব পড়া রয়েছে সেগুলো ভিডিও এবং বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে প্রাকটিকেল দেখিয়ে দিয়ে বাস্তব ধারনার জন্ম দেয়া হচ্ছে। যা শিশুদের শিখতে আগ্রহী করে তোলবে। শুধু তাই নয় এই শিক্ষার মাধ্যমে বাচ্চাদের মূল্যবোধ সৃষ্টি ও দেশপ্রেমে জাগ্রত করে আগামীর সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হবে।
ইউটিউব থেকে শিক্ষনীয় ভিডিওগুলো প্রদর্শন করা হয়ে থাকে। বাড়ির উঠানে পাটি বা প্লাস্টিকের বস্তা বিছিয়ে কোমলমতি শিশুদের পড়ানো হয়। প্রতিদিন বিকেল ৫ টার দিকে বাচ্চারা এসে হাজির হয় বলে জানায় শিউলি।