প্রতিভার খোঁজে টেলিনর ইয়ুথ ফোরাম

কিশোর বাংলা প্রতিবেদন: বিশ্বের বুকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য তরুণ মেধাবীদের খুঁজে পেতে টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৭-এর পঞ্চম সংস্করণের বাংলাদেশ পর্বের সূচনার ঘোষণা করা হয়েছে।

টেলিনর ইয়ুথ ফোরাম (টিওয়াইএফ) একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যৌথভাবে যা ডিজাইন ও পৃষ্ঠপোষকতায় রয়েছে টেলিনর গ্রুপ এবং নোবেল পিস সেন্টার (এনপিসি)। তরুণরাই পারে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীতে সত্যিকারের পরিবর্তন আনতে, প্রতিষ্ঠান দু’টির নিজেদের যৌথ এ বিশ্বাসের ওপরই প্রতিষ্ঠিত হয়েছে টিওয়াইএফ।

২০ থেকে ২৮ বছর বয়সী তরুণরা আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে অনুষ্ঠিতব্য টিওয়াইএফ- এ আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। টিওয়াইএফ- এ নির্বাচিত প্রতিনিধিরা বছরজুড়েই তাদের জন্য নির্ধারিত দলের সাথে কাজ করবে।

জরুরি সব সামাজিক সমস্যা সমাধানে ডিজিটাল সেবা তৈরিতে বছরজুড়েই তারা কাজ করবে। ডিসেম্বরে নরওয়েতে টিওয়াইএফ-র বৈশ্বিক পর্যায়ের  চূড়ান্ত আয়োজনের শুরুতেই তারা নিজেদের সেবাগুলো সবার সামনে উপস্থাপন করবে।

গত বছরে টেলিনর ইয়ুথ ফোরামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) শিক্ষার্থী রাফসান শাবাব খান ও রামিম আহমেদ নরওয়ের বৈশ্বিক চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশক প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়।

টিওয়াইএফ শুধুমাত্র অসলোর মূল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি চলমান সংলাপ এবং আগামী বছর এর ফলোআপ হিসেবে এশিয়ার কোন একটি দেশে টেলিনর ইয়ুথ ফোরাম এশিয়া সামিটও অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *