জেএসসি: বিদেশের নয় কেন্দ্রে পাস ৯৭.৯৭%
কিশোর বাংলা প্রতিবেদন: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিদেশে নয়টি কেন্দ্রের ৯৭ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবার, তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
গত বছর বিদেশের কেন্দ্র থেকে ৯৩ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার বেড়েছে ৪ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট।
এবার দেশের বাইরের নয়টি কেন্দ্রে ৫৪১ জন শিক্ষার্থী জেএসসিতে অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৫৩০ জন। ৫টি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।