জীবনযাপনে নতুন প্রযুক্তি

মানবসভ্যতা উন্নতির পিছনে যে জিনিসটির সবচেয়ে বড় অবদান রয়েছে সেটির নাম বিজ্ঞান। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এখন মানুষের নিত্য সঙ্গী। বর্তমানে আমাদের জীবনের এমন একটি মুহূর্তও কাটে না যখন আমরা কোনো না কোনো প্রযুক্তির সঙ্গে নেই। যতই দিন যাচ্ছে ততই প্রযুক্তি যেন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। এমন কিছু বিস্ময়কর নব আবিষ্কার নিয়ে আমাদের আজকের আয়োজন।

. ডাবল ইনপুট ইউএসবি

তথ্য-প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের মধ্যে নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষুধা যেন বেড়েই চলছে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মানুষ প্রতিনিয়ত তথ্যের ভাণ্ডারে বিচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমন অবস্থায় এনেছে যে, একদিন ইন্টারনেট ছাড়া থাকা প্রায় অসম্ভব। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রযুক্তি ক্ষুধা মেটাতে সম্প্রতি বাজারে এসেছে এক ধরনের মাল্টি ইউএসবি পোর্ট। এই পোর্টটির দুই প্রান্তেই আছে ইউএসবি ইনপুট সিস্টেম।

. সেলফ ক্লিনিং হেয়ারব্রাশ

চুল ছাড়াতে গেলে ব্রাশে চুল আটকাবে না— এটা কি ভাবা যায়? কিন্তু না, এটাই সত্যি! এখন আর ব্রাশে আটকে থাকবে না আপনার একটা চুলও। রাবারের প্রলেপ লাগানো এক ধরনের হেয়ারব্রাশ আপনাকে এ থেকে মুক্তি দেবে। হেয়ারব্রাশটির কাটাগুলোর নিচে থাকা এই রাবারটি সযত্নে আপনার আলগা চুল ধরে রাখবে, যতক্ষণ না আপনার মাথা ব্রাশ করা শেষ হচ্ছে। পরে আপনি খুব সহজেই ব্রাশ থেকে আপনার আলগা চুলগুলি ছাড়িয়ে আপনার হেয়ারব্রাশকে রাখতে পারবেন পরিষ্কার-পরিচ্ছন্ন।

. ব্লুবার কাভার

ব্লুবার কাভারটা এক ধরনের আঠালো রাবার প্লাস্টিকের তৈরি। এটি দিয়ে আপনি আনারসের অর্ধেক সযত্নে রাখতে পারবেন সতেজ অবস্থায়। আনারসের বিভিন্ন আকৃতির এবং বায়ু নিরধোকভাবেই তৈরি এই দৈনন্দিন প্রযুক্তিটি। চারটি নির্দিষ্ট মাপ ও রঙে পাওয়া যায় এটি।

. মাল্টি ছুরি

একটি ছুরির মধ্যেই অনেক ছুরি। এমনই এক বিস্ময়কর ছুরি পাওয়া যাচ্ছে বাজারে। যার দাম ৫৯৯ মার্কিন ডলার।

০৫. মাল্টি প্যানকেকের ছাঁচ

বসে থেকে প্যানকেক বানাতে যারা বিরক্ত হন, তাদের জন্যে বাজারে এসেছে মাল্টি প্যানকেক প্যালেট। এখন থেকে আপনি চাইলেই একসঙ্গে অনেকগুলো কেক একই সময়ে বানাতে পারবেন এই ছাঁচটি দিয়ে। ২০ হাজার ছোট ছোট বিন্দুতে তৈরি হওয়ায় সব জায়গাতে সমানভাবে তাপ ছড়াতে পারে এই প্যালেটটি।

০৬. সিক্রেট কম্পার্টমেন্ট পানির বোতল

সাধারণ একটি পানির বোতলও যে আপনার বাড়ি আর অর্থ রক্ষা করতে পারে তার প্রমাণ এই গোপন কক্ষের পানির বোতলটি। এ বোতলের গায়ে এমন একটি জায়গা তৈরি করে দেওয়া আছে যে, আপনি চাইলে তার ভেতরে আপনার ঘরের চাবি এবং কিছু অর্থ লুকিয়ে রাখতে পারেন।

০৭. হ্যান্ডস ফ্রি বুক হোল্ডার

বই পড়া যাদের নেশা, তাদের জন্যে বাজারে এলো হ্যান্ডস ফ্রি বুক হোল্ডার। সহজে বহনযোগ্য এই বুক হোল্ডারটি বই পড়ার সময় আপনাকে হাত ব্যথা হওয়া থেকে মুক্তি দেবে।

০৮. পেন স্ক্যানার

এখন আর স্ক্যানার রাখার জন্য আপনার আলাদা জায়গার দরকার হবে না। নোটমার্ক বাজারে এনেছে সহজে বহনযোগ্য পেন স্ক্যানার। স্ক্যানের জন্যে শুধু এটিকে আপনি টেক্সটির উপর দিয়ে নিয়ে যাবেন, তাহলেই সেটি আপনার কম্পিউটারে ইনপুট হয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *