চলচ্চিত্র পুরস্কার তুলে দেবে ট্রেন বাঁচানো সেই দুই শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: রাজশাহীতে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষাকারী দুই শিশুকে দিয়ে এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শিশু বিভাগের শ্রেষ্ঠ পুরস্কার হস্তান্তর করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজের ভেরিফাইড ফেইসবুকে এ তথ্য জানিয়েছেন।
আগামী ১৩ জানুয়ারি ঢাকায় রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, যেখানে ৬৪টি দেশ অংশ নেবে।
গত সোমবার (১৮ ডিসেম্বর) বাঘা উপজেলার আড়ানী এলাকায় রেললাইন ভাঙা দেখে মাফলার দেখিয়ে তেলবাহী একটি ট্রেন থামিয়ে দেয় দুই শিশু শিহাবুর রহমান শিহাব (৬) ও লিটন আলী (৭)। এতে ৩২ বগির বিশাল ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ দুই শিশুর বাড়ি যান। সেখানে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান তিনি। পরে তাদের ছবি দিয়ে প্রতিমন্ত্রী ফেইসবুকে স্ট্যাটাস দেন।
ফেসবুকে প্রতিমন্ত্রী লিখেছেন, “#HeroesofArani এবং তাদের পরিবার। জানুয়ারী ১২ তারিখ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশু বিভাগের শ্রেষ্ঠ পুরস্কার লিটন এবং শিহাব দুজন মিলে বিজয়ীর হাতে তুলে দিবে। এর মাধ্যমে ৬৪টি দেশ জেনে যাবে তাদের বীরত্বগাথা।”
এর আগে ঘটনার দিন (১৮ ডিসেম্বর) তিনি ফেইসবুকে লিখেছিলেন, “#HeroesofArani. আমার নির্বাচনী এলাকায় আড়ানী রেল লাইনের পাশেই আবাস তাদের। তাদের সারা জীবনের শিক্ষার দায়িত্ব নিয়েছি।”
ঘটনার পরদিন পশ্চিম রেলের পাকশী বিভাগ ও বাঘা উপজেলা প্রশাসন সংবর্ধনা দেয় সিহাবুর ও লিটনকে। এরপর বৃহস্পতিবার তাদের ‘ট্রেন রক্ষার বীর সৈনিক’ উপাধি দেয় রেলপথ বিভাগ। এদিন সকালে বাঘায় বিভাগীয় প্রশাসন ও দুপুরে রাজশাহীতে রেলমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
বাঘা উপজেলার ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে শিহাব এবং শহীদুল ইসলামের ছেলে লিটন। শিহাব ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে এবং লিটন একই স্কুলে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে।