চট্টগ্রাম মেডিকেল কলেজে শিশু চোর গ্রেপ্তার

কিশোর বাংলা প্রতিবেদন: শিশু চোর সন্দেহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কুলসুম আক্তার (৩৪) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি রাউজান উপজেলার চিকদাইর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, সোমবার রাতে মাকসুদা বেগম নামে এক নারী আড়াই বছর বয়েসী এক শিশুকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
মাকসুদা জানান, সোমবার বিকালে তার ভাগ্নে এমরান ওই শিশুকে হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদে তার বাড়িতে রেখে চলে যায়।
শিশুটি সংজ্ঞাহীন থাকায় মাকসুদা হাটহাজারী থানা পুলিশকে বিষয়টি জানিয়ে তাকে চমেক হাসপাতালে নিয়ে যান।
সকালে শিশুটির জ্ঞান ফিরে আসার পর এমরান শিশুটি ফেরৎ দেওয়ার জন্য মাকসুদাকে চাপ দিতে থাকে। তখন মাকসুদা বিষয়টি চমেক পুলিশ ফাঁড়িতে জানায়।
নায়েক হামিদ বলেন, “আমরা কৌশলে এমরানের সাথে যোগাযোগ করে শিশুটিকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে সে না এসে তার বড় বোন কুলসুমকে পাঠায়। তখন কুলসুমকে গ্রেপ্তার করা হয়।”
কুলসুমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে এই পুলিশ সদস্য বলেন, “তার ভাইয়ের সাথে এ চক্রে আরও তিনজন আছে। তাদের বিষয়ে পুলিশ খোঁজ নিচ্ছে।”