গ্রামাঞ্চলে কিশোর-কিশোরীদের সচেতন করছে ‘সাথী’

কিশোর বাংলা প্রতিবেদন: বাল্যবিয়ে, ইভটিজিং, এইডস প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও বয়ঃসন্ধিকালে করণীয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে গ্রামাঞ্চলের কিশোর-কিশোরীদের সচেতন করতে কাজ করছে ওয়ার্ড রিনিউ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাথী) নামের একটি সংগঠন।

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রামপর্যায়ে কিশোর-কিশোরী দল গঠন করে এ সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে সংগঠনটির কর্মীরা।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তুরুকপাড়া গ্রামের কিশোর-কিশোরী দলের প্রতিযোগিতামূলক এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন, সংগীত পরিবেশন ও আবৃত্তিসহ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নেয় ওই গ্রামের কিশোর-কিশোরীরা। এ প্রতিযোগিতায়ও উঠে আসে সচেতনতামূলক নানা বিষয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।

এছাড়া সারাবছরই কিশোর-কিশোরীদের বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা, সভা-সমাবেশ ও প্রতিক্ষণের মাধ্যমে ওইসব বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদের স্বাস্থ্যসম্মত সুস্থ জীবনযাপনে দক্ষ এবং কর্মমুখী করে গড়ে তোলার কাজটিও সংগঠনটির কর্মীরা করে যাচ্ছেন।