কৌতুক

১. একজন কাজে আসেনি!

নদীদের বাগানে কাজ করছে দুই মালি। একজন গর্ত খুঁড়ছে, আরেকজন গর্ত ভরাট করছে। একজন গর্ত খুঁড়ছে, আরেকজন গর্ত ভরাট করছে। আর তাই দেখে রাশেদের তো আক্কেল গুড়ুম। বাগানে গিয়ে মালিদের জিজ্ঞেস করলো, কী ব্যাপার! তোমরা

গর্ত খুঁড়ছো আর ভরাট করছো কেন?

শুনে যে মালি গর্ত খুঁড়ছিলো, সে ঘুরে দাঁড়িয়ে বললো, আমরা আসলে বাগানে কাজ করি তিনজন। আমি গর্ত খুঁড়ি, আরেকজন তাতে গাছ লাগায়, আর ও গর্ত ভরাট করে। কিন্তু আজকে যে মালি গাছ লাগায় ও আসেনি। তাই বলে তো আর আমরা কাজ না করে বসে থাকতে পারি না! তাই আমরা আমাদের কাজ করে যাচ্ছি

২. ইচ্ছেপূরণ!

করিম সাহেব আর রহিম সাহেব খুবই ভালো বন্ধু। তো সেদিন রহিম সাহেব করিম সাহেবকে বলল, জানিস, আমার জীবনের কোনো ইচ্ছেই পূরণ হয়নি!
– তাই নাকি?
– হুঁ। আচ্ছা, তোর জীবনের কোনো ইচ্ছে কি পূরণ হয়েছে?
– হ্যাঁ, হয়েছে তো। ছোটবেলায় যখন স্যাররা আমার চুল ধরে টানতো, তখন আমি ভাবতাম- ইশ! আমার মাথায় যদি চুলই না থাকতো, তাহলে তো স্যাররা আমার চুল ধরে টানতেই পারতো না। আর দেখ, এখন সত্যি সত্যিই আমার মাথায় কোনো চুল নেই; মাথা ভরা টাক!

৩. কখন খাব?

আতাউল সাহেব ভীষণ মোটা। আর তাই নিয়ে তার সমস্যার অন্ত নেই। শেষমেশ চিন্তা করলেন, তাকে চিকন হতে হবে। সেজন্য গেলেন ডাক্তারের কাছে। সব শুনে ডাক্তার বললেন, আপনি প্রতিদিন সকালে আর রাতে রুটি খাবেন, কেমন?

শুনে আতাউল সাহেব মাথা নাড়লেন, মানে বুঝে গেছেন। তারপর খানিক চিন্তা করে জিজ্ঞেস করলেন, তা রুটি যে খাব, সেটি ভাত খাবার আগে খাব, না পরে খাব?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *