কোচিং না করায় ৩২ শিক্ষার্থীকে টিসি

কিশোর বাংলা প্রতিবেদন: বাধ্যতামূলক কোচিং না করায় ধামরাই উপজেলার বারবাড়ীয়া ভোলানাথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৩২ শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
নবম শ্রেণির শিক্ষার্থীরা কোচিংয়ে অংশ না নেওয়ায় তাদের টিসি দেওয়া হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।
জানা যায়, ওই স্কুলের ষষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কোচিং বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিমাসে কোচিং ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। শিক্ষার্থীদের দাবি এ কোচিং অবৈধ এবং প্রতিমাসে ৬০০ টাকা দিয়ে কোচিং করা তাদের পক্ষে অসম্ভব।
স্কুলের শিক্ষার্থীরা বলেন, আমাদের কোচিং বাবদ ৬০০ টাকা করে নির্ধারণ করেছে স্কুল কর্তৃপক্ষ। এ অবৈধ কোচিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের টিসি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন টিসি দেওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের টিসি দেওয়া হয়েছে। তবে কোচিংয়ের বিষয়টি তিনি স্বীকার করেছেন।