কৈশোরে ফ্যাশনেবল পোশাক নির্বাচন

অপরাজিতা আহমেদ : যুগের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে অনেককিছু। এই পালা-বদলের ক্ষণে কৈশোরে ঠাঁই নিয়েছে ফ্যাশনেবল পোশাক নির্বাচন করার মতো গুরুত্বপূর্ণ বিষয়। এখন ফ্যাশন শুধু যুবক-যুবাদের নয়, এক্ষেত্রে ভাগ নিয়েছে কিশোর-কিশোরীরাও। সময়ের সাথে সাথে কিশোর-কিশোরীরা এখন ফ্যাশনে বেশ সচেতন। তারা নিজেদের পছন্দমত স্টাইলিশ পোশাক কেনাকাটা করছে।

কৈশোরে গরমের পোশাক :
গরমের সময়টাতে কিশোর কিশোরীদের পোশাকে বেশ স্টাইলিশ ভাব লক্ষ করা যায়। এ সময় ছেলে মেয়ে উভয়েই ট্রেন্ডি-টিশার্ট, ফতুয়া, পাঞ্জাবি, স্টাইলিশ শার্ট এবং মেয়েরা শর্ট কামিজ কে বেশী প্রাধান্য দেয়।

কৈশোরে শীতের পোশাক :
কৈশোরে শীতের পোশাকে এসেছে ভিন্নতা। শীতের পোশাক হিসেবে কিশোর কিশোরীরা হুডি কে প্রাধান্য দিয়েছে। এছাড়া, শীতের জ্যাকেট, ভিন্নধর্মী সু্‌ইটার ও ফ্যাশনেবল শাল বেশ জনপ্রিয়তা পেয়েছে।

উৎসবে ফ্যাশন :
বিভিন্ন উৎসবে ভিন্ন ভিন্ন সব উৎসবের পোশাক বেছে নেয় ফ্যাশন প্রিয়সী কিশোর কিশোরীরা। উৎসব ভেদে পোশাকের ভিন্নতা হয় যেমন, বিজয় দিবসের এক ধরনের পোশাক, একুশে ফেব্রুয়ারির অন্য পোশাক আবার ১লা বৈশাখের জন্য আলাদা পোশাক। সব উৎসবেই সব ধরনের ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলে এদেশের কিশোর কিশোরীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *