কিশোরবাংলাপ্রতিবেদন: বরগুনার তালতলী উপজেলার আলীর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পরেছে। অসুস্থ্যদের মধ্যে ১৭ শিক্ষার্থীকে আমতলী ও তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য বুধবার বিকেল ৩ টার দিকে স্বাস্থ্য সহকারী সোহেল মিয়া উপজেলার আলীর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যায়। তিনি বিকেল সাড়ে ৩ টার দিকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৬৫ জন শিশুদের মাঝে ট্যাবলেট বিতরন করেন। বিতরন করা এ ট্যাবলেট শিশুরা খাওয়ার কয়েক মিনিটের মধ্যে একে একে ৪০-৫০ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। শিশুরা বমির সাথে পাতলা পায়খানা করে মাটিতে লুটিয়ে পরেন। এ অবস্থা দেখে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে আসেন। অভিভাবকরা দ্রুত অসুস্থ শিশুদের উদ্ধার করে আমতলী ও তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।