কিশোরবাংলাপ্রতিবেদন: বাবা-মায়েরা নিয়মের ব্যতিক্রম হলেই মনে করেন সন্তান অবাধ্য হয়ে গেছে কিংবা খারাপ পথে গেছে। কিশোর বয়সী সন্তানেরা খুব আবেগপ্রবণ হয়। তাই ওদের নিয়ন্ত্রণ করতে হয় ধৈর্যের সাথে। সন্তানদের নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করা স্বাভাবিক।
তবে তার পরিপ্রেক্ষিতে যদি শাস্তি বা বকুনি দেয়া হয়, তাহলে সন্তানদের মধ্যেও বিদ্রোহ করার মনোভাব দেখা দিতে পারে। মনে রাখবেন, আপনার সন্তান ছোট হলেও ওর নিজস্ব একটা জগত আছে। নিজস্ব পছন্দ-অপছন্দ, স্বপ্ন আছে। জোর করে নিজের ভাবনা-চিন্তা সন্তানের ওপর চাপিয়ে দিতে যাবেন না।
ছোটবেলা থেকে সন্তানের মধ্যে পড়াশোনা, খাওয়া দাওয়া, বাড়ি ফেরা- সব বিষয়ে বা কাজে নিয়মানুবর্তিতা তৈরি করতে সাহায্য করুন। নিয়মের আওতায় আপনাদেরও থাকতে হবে। তাহলে সন্তানদের মধ্যেও ভালো অভ্যাস গড়ে উঠবে। ছোট থেকেই পরিবারের মূল্যবোধ ওকে শেখাতে হবে।
সন্তানকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন। ঠিক-ভুল বুঝাতে পারেন। ছোট থেকেই ভুল স্বীকার করতে শেখান, মিথ্যা বলার প্রবণতা তৈরি হবে না। এ বয়সে আত্মমর্যাদা প্রখর থাকে। তাই অন্য কারো উপস্থিতিতে কড়া কথা অথবা বকাঝকা না করাই ভালো।
পড়াশোনা নিয়ে সারাক্ষণ নজরদারি করবেন না। তাহলে সন্তানের আত্মবিশ্বাস ভেঙে যাবে। পড়াশোনা নিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করলে ওর মনে বিতৃষ্ণা তৈরি হতে পারে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সামনে সন্তানের পড়শোনা নিয়ে আলোচনা করবেন না বা কটাক্ষ করে কোনো মন্তব্যও করবেন না।
এই বয়সে বাবা-মায়ের চেয়ে বন্ধুরা বেশি কাছের হয়ে ওঠে। তাদের কথা, পরামর্শ অনেক বেশি আকর্ষণ করে। তাই বন্ধুবান্ধব নিয়ে একটু সচেতন থাকতে হবে। সন্তানের বন্ধুদের সাথে আলাপ করুন, ফোন নাম্বার, বাড়ির ঠিকানা নিজের কাছে রাখুন। যেকোনো বিষয়ে সন্তানের সাথে আলোচনার পথ খোলা রাখুন।