কিশোরের ঈদ, ঈদের কিশোর
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশী। বছরের দু’টি ঈদ যেন এই শ্যামল বসুন্ধরাকে আনন্দের সাগরে ভাসিয়ে দিয়ে যায়। ঈদ এলেই শুরু হয় সাজ সাজ আয়োজন। ঘরে ঘরে বয়ে যায় আনন্দ হিল্লোলের মৃদু বাতাস। ঈদের স্বাগতমে এই বিশাল আকাশ নীলিমার মিহি শাড়ীতে জাগৃত হয়। বাতাস বহে নতুন ছন্দে। ফুল ফোটে মুগ্ধ গন্ধে পাখি ডাকে কিচিরমিচির! তাছাড়া ঈদ আল্লাহ তায়ালার প্রদত্ত এক মহান প্রশান্তিদায়ক ইবাদত। ঈদের খুশী উদযাপন ও উপভোগের মাধ্যমে বান্দা অর্জন করতে পারে প্রভুর সন্তুষ্টি ।
,
কিশোর বয়সটা আসলেই অন্য রকম। আনন্দ হুল্লোড়, খেলাধুলা আর চঞ্চলতাই হলো কৈশরের ধর্ম। কৈশোর মানে দুরন্ত। কৈশোর মানে আনন্দ,বাড়ন্ত, নতুন ছন্দ গন্ধ। কৈশোরের রয়েছে নানা রঙ তাই ঈদ উপলক্ষে তাদের একটু বেশিই ঢং। নতুন নতুন জামা-কাপড়, জুতা আর ঈদ সেলামি ছাড়া কিশোরদের আনন্দ আর আবেগের শেষ নেই।।