এশিয়ার সেরা ৩৫০-এ ঢাকা বিশ্ববিদ্যালয়

কিশোর বাংলা প্রতিবেদন: লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’র বাছাইয়ে এশিয়ার সেরা ৩৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে একটি ফ্যাক্স বার্তা পাঠিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস হায়ার এডুকেশন কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘ভালো’ অবস্থানের জন্য উপাচার্যকে অভিনন্দন জানানো হয়। আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে এশিয়া ইউনিভার্সিটিজ সামিট করবে টাইমস হায়ার এডুকেশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সম্মেলনে তাদের দৃষ্টিতে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর রংকিং প্রকাশ করবে সংস্থাটি।
এই স্বীকৃতিতে সন্তোষ জানিয়ে উপাচার্য আখতারুজ্জামান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাইম হায়ার এডুকেশনের বেশ সুনাম রয়েছে বিশ্বব্যাপী।
চূড়ান্ত তালিকায়ও ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ভালো’ অবস্থানে থাকবে বলে আশাবাদী আখতারুজ্জামান।