একলাখ ৩৬ হাজার কিশোর-কিশোরীকে চেঞ্জমেকার হিসেবে গড়ে তোলা হবে: চুমকি

কিশোর বাংলা প্রতিবেদন: দেশের একলাখ ৩৬ হাজার কিশোর-কিশোরীকে চেঞ্জমেকার হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশের সবক’টি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব গঠনের প্রকল্প গ্রহণ করেছে। প্রত্যেকটি ক্লাবে ৩০ জন করে সদস্য থাকবে। এর মধ্যে ২০ জন কিশোরী এবং ১০ জন কিশোর। তাদের বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক, প্রজনন স্বাস্থ্য, সেনিটেশন, ইভটিজিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষিত করা হবে, যাতে তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।’
মঙ্গলবার (৩১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে ‘কৈশোরের জয়গান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদারসহ বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তার্জাতিক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, ‘কিশোর-কিশোরীরা যাতে নিজেরাই নিজেদের বিবাহ বন্ধ করতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে কিশোরীদের ক্ষমতায়িত করার চেষ্টা করছে সরকার।’