উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের পাশে সানবিমস স্কুল

কিশোর বাংলা প্রতিবেদন: উত্তরবঙ্গের গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বন্যার দুর্গতদের পুনর্বাসন সহায়তায় এগিয়ে এসেছে ঢাকার সানবিমস স্কুল। প্রান্তিক অঞ্চলের আর্থ সামাজিক পরিবর্তন নিয়ে কাজ করে আসা বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপকে এই পুনর্বাসন সহায়তায় আর্থিক সহযোগিতা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।
সানবিমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সানবিমস স্কুলের ব্যবস্থাপক (প্রশাসন) আবদুল কাদের ফ্রেন্ডশিপের কৌশলগত পরিকল্পনা পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কাজী আমদাদুল হকের হাতে অনুদান তুলে দেন।
২০১৭ সালের বন্যার ফলে সমগ্র অঞ্চল জুড়ে অনেকগুলি বাড়ি ধ্বংস হয়ে গেছে। শত শত মানুষ তাদের বাড়িঘর ও জীবিকা হারিয়েছেন। অনেক চিকিৎসা সুবিধা, বিদ্যালয়, বাজার এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা ডুবে যায়। অনেকেই হারিয়েছেন জীবন বাঁচানোর সর্বস্ব।
অস্থায়ী আশ্রয়কেন্দ্র, সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ আশ্রয়বাসীদের জন্য শুষ্ক খাবার ইত্যাদি নান ধরনের প্রাথমিক কাজ করেছে ফ্রেন্ডশিপ। বন্যার পানি নেমে গেলে প্রতিষ্ঠানটি কাজ করছে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন নিয়ে। এ পর্যন্ত ১০ হাজারের বেশি পরিবারের জন্য খাদ্য ত্রাণ বিতরণ করেছে ফ্রেন্ডশিপ।
ফ্রেন্ডশিপ প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, শাসন, আয় রোজগার এবং সংস্কৃতি সংরক্ষণে প্রান্তিক এলাকায় কাজ করে।