কিশোরবাংলাপ্রতিবেদন: এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের বই – শিশু ভাবনায় বঙ্গবন্ধু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে কিছু ঘটনা ছোটদের মতো করে রচিত এই বই প্রকাশ করেছে ‘গ্রন্থ কুটির’ প্রকাশনী।
‘শিশু ভাবনায় বঙ্গবন্ধু’র বিষয়ে ইমরুল ইউসুফের কথা, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানতো শুধু একজন ব্যক্তি, একটি রাজনৈতিক দলের নেতা, একটি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিই ছিলেন না- ছিলেন একটি জাতির নির্মাতা। একটি দেশের জন্মদাতা ও জনক। ইতিহাসের একটি জাতির অধ্যায়ের নায়ক। একজন আপসহীন বিপ্লবীর নাম। একজন বীর হারকিউলিসের প্রতীক।’
‘কর্ম ও কৃতিত্বে, সংগ্রামে তিনি হয়েছিলেন কালের কণ্ঠস্বর, মহাকালের মহানায়ক। ছিলেন বাঙালি জাতির ক্যাপ্টেন, রাজনীতির মহাকবি, বাঙালির মুক্তির প্রমিথিউস আর বিশ শতকের গান্ধী, হো চি মিন, চে গুয়েভারা, মার্শাল টিটোর নাক্ষত্রিক বিভার মতো দীপ্যমান। অবশেষে তিনি হয়ে উঠেছিলেন রূপকথার মহনায়ক, প্রবাহমান গঙ্গা-যমুনা।’
রূপকথার এই মহানায়ককে ঘিরে আবর্তিত কিছু ঘটনা ছোটদের মতো করে উপস্থাপন করা হয়েছে ‘শিশু ভাবনায় বঙ্গবন্ধু’ বইয়ে— বলেন ইমরুল।