ইতালিতে শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

কিশোর বাংলা প্রতিবেদন: ইতালিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাপলির আয়োজনে শিশু কিশোরদের নিয়ে সম্প্রতি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

কোরআনপুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাপলির সভাপতি জয়নাল আবেদীন হাজারীর সভাপতিত্বে উদ্বোধন করেন যায়েদ বিন তাবেত আরবিয়ান মসজিদের সভাপতি আব্দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম ছিদ্দিকী বাচ্চু। বক্তব্য রাখেন আবুল কালাম সায়মন, আবু বক্কর সিদ্দিক, অলি উদ্দিন শামীম, ইমাম হাসান লিখন, হাফেজ মাও. মিজানুর রহমান প্রমুখ।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থসহ ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। বক্তারা বলেন, প্রবাসে শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে এমন প্রতিযোগিতার কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *