আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের তালিকায় কুলাউড়ার মনি
কিশোর বাংলা প্রতিবেদন: বাংলাদেশের মনি বেগম বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই করছেন। এখন পর্যন্ত বাল্যবিয়ের হাত থেকে ২০০টিরও বেশি মেয়েকে উদ্ধার করেছেন তিনি।
কিডস রাইট ফাউন্ডেশন এ বছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ঘোষণা করে। ৪৫টি দেশের ১২১ জন শিশুদের নিয়ে এই জরিপ করা হয়। সেখানে প্রথম তিনজনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এর মধ্যে বাংলাদেশ থেকে স্থান পান ১৭ বছর বয়সী মনি বেগম, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চার ছেলের মার্চ ফর আওয়ার লিভস্ নামে একটি গ্রুপ, আর আফ্রিকার দেশ সামুয়া থেকে লিলুয়া।
কিডস রাইটস তাদের পাতায় মনি বেগমের একটি ভিডিও পোস্ট করে। মনি বেগমের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাঁও গ্রামে। তাঁর পিতা মহরম আলী পেশায় একজন রিকশা চালক ছিলেন। বর্তমানে এলাকার একজনের বাড়ি দেখাশুনা করেন। মা হাওয়ারুন বেগম একজন গৃহিণী। পরিবারের ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে মনি বেগম সবার ছোট।
মনি ২০১৭ সালে নারী ও শিশু এবং বাল্যবিয়ে নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ পেকস্ ফাউন্ডেশন নামে একটি ক্লাব গঠন করে। আশেপাশের গ্রামে গিয়ে মেয়েদের উৎসাহ ও সাহস দিতে শুরু করেন। ফাউন্ডেশনের একটি সার্ভিসিং গ্রুপ রয়েছে। গ্রুপের সদস্য সংখ্যা ৩০ জন।