আজকের ধাঁধা – ৭
ওয়ারিসা আফসিন নাওমি : আজকের ধাঁধা পর্বে থাকছে নতুন তিনটি ধাঁধা। আসলে ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়। ধাঁধা মানেই মজার কিছু লুকিয়ে থাকা প্রশ্ন যা চোখে আছে কিন্তু সমাধান করা সহজ হয় না। বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা। সেসব থেকে প্রতিদিন কিশোর বাংলার ধাঁধার আসরে থাকবে নিত্যনতুন ধাঁধা।
১। কালো হরিণ থাকে কালো পাহাড়ে
দশ জনে ধরে আনে দুইজনে মারে।
২। একটি মেয়ে একটি বাচ্চাকে গোসল করাচ্ছিল। তাকে প্রশ্ন করা হলো “এই বাচ্চা ছেলেটি তোমার কি হয়?” মেয়েটির উত্তর, “এর বাপ যার শ্বশুর, তার বাপ আমার শ্বশুর।” বলতে হবে এদের দুজনের সম্পর্ক কি?
৩। নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই।
ধাঁধা- ৩ এর উত্তর
১। নারিকেল
২। ২টি আপেল
৩। খুলনা।
লেখক পরিচিতি : ওয়ারিসা আফসিন নাওমি
ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল, মোহাম্মদপুর, ঢাকা।