আজকের ধাঁধা – ৬
ওয়ারিসা আফসিন নাওমি : আজকের ধাঁধা পর্বে থাকছে নতুন তিনটি ধাঁধা। আসলে ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়। ধাঁধা মানেই মজার কিছু লুকিয়ে থাকা প্রশ্ন যা চোখে আছে কিন্তু সমাধান করা সহজ হয় না। বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা। সেসব থেকে প্রতিদিন কিশোর বাংলার ধাঁধার আসরে থাকবে নিত্যনতুন ধাঁধা।
১. কান নাই, মাথা নাই, পেট ভরে খায়।
কাম নাই, কাজ নাই, মাথা নিয়া ঘুমায়।
২. আমি তুমি একদম দেখিতে একরূপ
আমি কত কথা কই, তুমি কেনো থাক চুপ?
৩. আখ আঁটি বাঘ কাটি রোপিলাম চারা,
ফল নাই, ফুল নাই, খালি পাতায় ভরা।
ধাঁধা – ২ এর উত্তর:
১. আনারস
২. কারণ ফুটবল খেলার আগের স্কোর ০-০ থাকে।এটা সবাই জানে।
৩. ব্লাড ব্যাংকে।
লেখক পরিচিতি : ওয়ারিসা আফসিন নাওমি
ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল, মোহাম্মদপুর, ঢাকা।