আজকের ধাঁধা – ৫
ওয়ারিসা আফসিন নাওমি : আজকের ধাঁধা পর্বে থাকছে নতুন তিনটি ধাঁধা। আসলে ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়। ধাঁধা মানেই মজার কিছু লুকিয়ে থাকা প্রশ্ন যা চোখে আছে কিন্তু সমাধান করা সহজ হয় না। বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা। সেসব থেকে প্রতিদিন কিশোর বাংলার ধাঁধার আসরে থাকবে নিত্যনতুন ধাঁধা।
১. রামের বামেতে বসি, নই আমি সীতা।
উড়িষ্যা নগরে আছে, মোর এক মিতা।
২. আছাড় দিলে ভাঙ্গে না, টিপ দিলে সয় না।
৩. বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে।
ধাঁধা – ১ এর উত্তর:
১. চালতা
২. ম্যাচবাক্স
৩. চাঁদমামা।
লেখক পরিচিতি : ওয়ারিসা আফসিন নাওমি
ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল, মোহাম্মদপুর, ঢাকা।