আজকের ধাঁধা – ১২
ওয়ারিসা আফসিন নাওমি : কিশোর বাংলা অনলাইন পোর্টালে “প্রতিদিন ধাঁধা প্রতিদিন পুরষ্কার” নামে আয়োজন করা হয়েছে ধাঁধার আসর । প্রতিদিনের এ আয়োজনে থাকছে তিনটি করে ধাঁধা। আর প্রতিদিন ধাঁধার পুরষ্কার হিসেবে থাকছে বই এবং শিক্ষামূলক উপকরণ। যা ধাঁধা বিজয়ীদের ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
আজকের ধাঁধা – ১২ এর উত্তর পাঠানোর শেষ সময় আগামী ৪ অক্টোবর ২০১৭। আজকের ধাঁধা-১২-এর সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ীদের নাম এবং উত্তর প্রকাশ করা হবে আগামী ৫ অক্টোবর। সঠিক উত্তরদাতা পাওয়া না গেলে নির্ধারিত তারিখে শুধুমাত্র উত্তর প্রকাশ করা হবে।
আজকের ধাঁধা – ১২
১। সবকিছু সে পাড়ি দিয়ে যায়
নদী পাড়ে গেলে অমনি থেমে যায়।
২। উড়ো ফোনকল থেকে তথ্য পেয়ে পুলিশ একজন খুনের আসামিকে ধরতে একটি বাড়িতে তল্লাশি করতে গেল। তারা জানত না সে দেখতে কেমন, কিন্তু এটা জানত যে তার নাম জন (John) এবং সে এই বাড়ির ভিতরেই আছে। পুলিশরা ভিতরে ঢুকেই দেখতে পেল একজন ছুতার মিস্ত্রি, একজন লরি ড্রাইভার, একজন মেকানিক এবং একজন ফায়ারম্যান একসঙ্গে বসে পোকার (এক ধরণের তাস) খেলছে। কোনো প্রকার দ্বিধা বা কথাবার্তা ছাড়াই তারা তাৎক্ষণিকভাবে ফায়ারম্যানকে অ্যারেস্ট করল। তারা কিভাবে বুঝতে পারল যে তারা সঠিক লোককেই ধরেছে?
৩। কোথাও কোন জল দেখিনা
মাঠের মাঝে জল
চার অক্ষরের নাম তার
কী এমন সে ফল?