ওয়ারিসা আফসিন নাওমি : ধাঁধা মানেই লুকিয়ে থাকা মজার কিছু প্রশ্ন যা চোখের সামনে ভেসে বেড়ায় কিন্তু সমাধান করা সহজ হয় না। ধাঁধার রাজ্যে সবাইকে বোকা বনতে হয়। আসুন কিছু মজার ধাঁধা সম্পর্কে জানি এবং মজা নিই। শিশু কিশোরদের জন্য দেয়া মজার ধাঁধাগুলো সমাধানে আপনিও চেষ্টা করে দেখতে পারেন।
আজকের ধাঁধা পর্বে থাকছে নতুন তিনটি ধাঁধা। আসলে ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়। ধাঁধা মানেই মজার কিছু লুকিয়ে থাকা প্রশ্ন যা চোখে আছে কিন্তু সমাধান করা সহজ হয় না। বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা। সেসব থেকে প্রতিদিন কিশোর বাংলার ধাঁধার আসরে থাকবে নিত্যনতুন ধাঁধা।
১। কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা,
নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা।
২। ঘর আছে দুয়ার নাই,
মানুষ আছে কথা নেই।
৩। আমি যাকে আনতে গেলাম,
তাকে দেখে ফিরে এলাম।
সে যখন চলে গেলো
তাকে নিয়ে ফিরে এলাম।
ধাঁধা – ৬ এর উত্তর :
১. বালিশ
২. নিজের ছবি
৩. পান।