ওয়ারিসা আফসিন নাওমি : আজকের ধাঁধা পর্বে থাকছে নতুন তিনটি ধাঁধা। আসলে ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়। ধাঁধা মানেই মজার কিছু লুকিয়ে থাকা প্রশ্ন যা চোখে আছে কিন্তু সমাধান করা সহজ হয় না। বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা।সেসব থেকে প্রতিদিন কিশোর বাংলার ধাঁধার আসরে থাকবে নিত্য নতুন ধাঁধা।
বলো তো দেখি?
১. কোন ফলের উপরটা খাই, ভিতরে তার ফুল,
ভাবতে গেলে তার কথা পণ্ডিতের হয় ভুল?
২. তোমাকে বলা হলো আগুন জ্বালাতে। তোমাকে এ জন্য দেওয়া হয়েছে কেরোসিন, কাগজ, মোমবাতি, ম্যাচবাক্স আর উলসুতা। কোনটা আগে জ্বালাবে?
৩. মামা ডাকে মামা বলে, মাও বলে তাই।
ছেলে ডাকে মামা বলে, বাবাও বলে তাই।