কিশোরবাংলাপ্রতিবেদন: দেশের অটিস্টিক শিশুদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) আয়োজিত ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মোস্তাফিজুর বলেন, “একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মা বা বাবা না থাকলে যেন সেই শিশুটির কোনো সমস্যা না হয় তাই রাষ্ট্রকেই তার অভিভাবক হতে হবে।
“একটা রাষ্ট্র কতটা মানবিক তা তার দেশের শিশু, যুবা ও নারীর প্রতি আচরণই বলে দেয়।”
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে সরকার সচেষ্ট রয়েছে। এর সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও ব্যক্তিদেরও সহায়তা করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দীন আহমেদ বলেন, “অটিস্টিক শিশুদের কোনো আনন্দের দিন নেই। এই শিশুদের জন্য কোনো সরকারি প্রতিষ্ঠানও নেই।