পরিবার থেকে শিক্ষার্থীদের আলাদা করছে ফেসবুক

কিশোর বাংলা প্রতিবেদন: রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন বলেছেন, ‘ফেসবুক রাত ১২টার পর বন্ধ রাখা দরকার। কারণ ফেসবুক ছাত্র-ছাত্রীদের পরস্পর থেকে আলাদা করে রেখেছে। পরিবার থেকে এমনকি সমাজ থেকে।’
তিনি বলেন, ‘পরিবার একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মূল্যবোধ, শালীনতা ইত্যাদি শেখায়। এই ফেসবুক আমাদের তার থেকে আলাদা করছে, পারিবারিক বোঝাপড়া থেকে বিছিন্ন করছে।’
 খুরশিদ হোসেন বলেন, ‘মাদকমুক্ত পরিবার গড়তে হলে পরিবারের ভুমিকা প্রথম এবং  পরিবারের পাশাপাশি শিক্ষার ভুমিকা রয়েছে। শিক্ষাঙ্গণকে মাদকমুক্ত করতে, জঙ্গীমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বুধবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে মাদক ও জঙ্গীবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডওয়ার্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির।