হার্টফোর্ডশায়ারের সেন্ট আলবানসের বাসিন্দা জামাল ছেলের তৈরি করা রকেটের ব্লু-প্রিন্ট এবং চিঠি এপ্রিল মাসে ডাক মারফত পাঠিয়ে দেন ওয়াশিংটন ডিসি-তে নাসা’র দপ্তরে। কিন্তু বেশ কিছুদিন পরেও কোনও উত্তর না আসাতে ছবি ও চিঠি দিয়ে নাসা’র ট্যুইটার পেজে ট্যুইট করেন। দ্রুত উত্তর পাবেন এমন কোনও আশা ছিল না।