কিশোর বাংলা প্রতিবেদন: চট্টগ্রামের সীতাকুন্ডে পুলিশের চাঁদাবাজি থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে মোঃ তারেক রহমান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় স্থানীয় জনতার গনপিটুনিতে পুলিশের ৪ সদস্য গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুন্ডে ফৌজদার হাট টোল সড়কের মুখে এ ঘটনা ঘটেছে। নিহত তারেক রহমান একই এলাকার ব্যবসায়ী আলী আকবরের ছেলে।
জানা যায়, সকালে বেঁড়িবাঁধে বাইপাস সড়কের মোড়ে টোল রোড়ে চট্টগ্রাম বন্দরের দিক থেকে আসা একটি ট্রাক পুলিশ দেখে বেপরোয়া গতিতে চলে যাওয়ার সময় তারেক রহমানকে চাপা দিয়ে রাস্তার পাশের্^ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়।
পরে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশকে গণপিটুনি দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে সীতাকুন্ড থানা এবং জেলার দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ভাটিয়ারী বিএসপি হাসপাতালে ভর্তি করানো হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ ‘ডেসিটিনি অনলাইন নিউজ’কে বলেন, দুর্ঘটনায় এক শিশু মারা যাওয়ার ঘটনা নিয়ে পুলিশের সাথে এলাকার লোকজনে সমস্যা হয়েছে। এতে ৪ পুলিশ সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বড় কোন ঘটনা ঘটেনি।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বন্দর টোলরোডের ফৌজদারহাটের মুখে চেকপোস্ট গাড়ী তল্লাশীর নামে হাইওয়ে পুলিশের একটি টিম প্রতিনিয়ত চাঁদা আদায় করে আসছে। এনিয়ে প্রায় প্রতিদিনই এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটে চলছে। পুলিশে সীমাহীন চাঁদাবাজির কারণে পরিবহন শ্রমিক ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে।