কিশোর সংবাদ সিরাজগঞ্জ সদর হাসপাতালে শিশুদের সিট সংকট July 22, 2018July 22, 2018 Kaushik Ahmed সংকট, সিট, সিরাজগঞ্জ কিশোর বাংলা প্রতিবেদন: সিরাজগঞ্জ সদর হাসপাতালে শিশুদের জন্য পর্যাপ্ত সিট না থাকায় তাদের বারান্দাতেই চিকিৎসা নিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, ছোট ছোট শিশুরা বারান্দার বিছানায় শুয়ে চিকিৎসা নিচ্ছে। আলী নামের ১৭ দিনের এক শিশুর অভিভাবক জানান, ঠাণ্ডাজনিত কারণে শিশুকে ভর্তি করা হয়েছে। সিট না পেয়ে রয়েছেন শিশু ওয়ার্ডের বারান্দায়। তিনি বলেন, “এতে বাচ্চা আরও অসুস্থ হয় কিনা সে চিন্তায় আছি।” হাসপাতাল সূত্রে জানা যায়, ২৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে শিশুদের জন্য সিট রয়েছে ৪৪টি। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related