শিশু অধিকার সচেতনতায় ‘কনসার্ট ফর চিলড্রেন’

কিশোর বাংলা প্রতিবেদন: অধিকার বঞ্চিত শিশুদের প্রতি জনসচেতনতা বাড়াতে দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘কনসার্ট ফর চিলড্রেন’।
অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডিসট্রেসড চিল্ড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিল্ড্রেন (আরসিএস) এই  কনসার্টের আয়োজন করছে।
খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হয়েছে ‘কনসার্ট ফর চিলড্রেন’।
আয়োজনটি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “সুন্দর ও সমৃদ্ধ আগামীর জন্য শিশু অধিকার রক্ষায় প্রত্যেক মানুষকে সচেতনভাবে কাজ করতে হবে। আর এ সচেতনতা বৃদ্ধিতে সংগীত এক অনন্য হৃদয়গ্রাহী মাধ্যম।”
এই আয়োজনে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, ও অভিনেত্রী ববিতা উপস্থিত ছিলেন। গান গেয়েছেন এস আই টুটুল, হাসান আবিদুর রেজা জুয়েল।