শিশুর বুদ্ধি বিকাশে খেলাধুলার ব্যবস্থা রাখুন
কিশোর বাংলা প্রতিবেদন: শিশুর বুদ্ধি বিকাশে খেলাধুলার ব্যবস্থা রাখা খুবই জরুরী। আপনার ছোট্ট সোনামণির মেধার সুষ্ঠু বিকাশের প্রথম ধাপ তার পরিবার থেকেই শুরু হয়। শিশুর বুদ্ধি বিকাশে খেলা ভীষণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। শুধুমাত্র বইখাতা নিয়ে বসলেই আপনার বাচ্চা বুদ্ধিমান হয়ে যায়না আর সব বাচ্চারা বইখাতা নিয়ে বসেও থাকতে পছন্দ করে না। তাই বাচ্চার মেধার ভিত মজবুত করতে হলে তাকে খেলাধুলা ও হাসি আনন্দের মধ্য দিয়ে একটু একটু করে বুদ্ধিমান ও মেধাবী করে তুলতে হবে। শিশুর মেধা বিকাশে সাহায্য করবেএমন কিছু খেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো।
সুডোকু
আমেরিকান একদল বিজ্ঞানী সুডোকু খেলাকে ব্রেইনগেম করে আখ্যায়িত করেছেন। সুডোকু শিশুর মেধা বিকাশে ও মস্তিষ্ক বিকাশে ব্যাপক সাহায্য করে। এটা এমন একটি মজার খেলা যেটা আপনার সন্তানের মধ্যে ইউনিটি বা দলগত শক্তি সম্পর্কে জ্ঞান দেয় একই সাথে আপনার বাচ্চাকে মনযোগী ও ঠাণ্ডা মেজাজি হতে উৎসাহী করে তোলে।
পাজল গেম
আপনার শিশু যখন ট্রেন, পাজল বা অন্নান্য খেলনা নিয়ে খেলবে, তখন সে সরাসরি গণিত নিয়েই খেলবে। যেন সে কোনো কিছু বুঝে ওঠার আগেই গণিতের প্রাথমিক জ্ঞান যেমন গণনা, যোগ, বিয়োগ ইত্যাদি তার মগজে পৌঁছে যাবে। বাচ্চাকে মেধাবি করে তোলে এমন আরও একটি খেলা হল পাজল গেম। ভীষণ মজাদার এই খেলাটি আপনার বাচ্চাকে মনযোগী করে তুলবে। শুধু আপনাকে একটু কষ্ট করে বাচ্চাকে খেলার মজার সাথে পরিচয় করিয়ে দিতে হবে।
ভিডিও গেম
একটানা কম্পিউটারের সামনে বসে ভিডিও গেমস খেলা বদভ্যাস এটা সত্যি তবে ভিডিও গেমস কিন্তু বাচ্চার বুদ্ধির বিকাশে অনেক কাজ করে। বাচ্চা কটুটুকু সময় কম্পিউটারের সামনে বসে গেমস খেলবে সেটা আপনি নির্ধারণ করবেন কিন্তু বুদ্ধির বিকাশে বাচ্চার খেলার তালিকায় ভিডিও গেমস টা রাখবেন।
গুনতে শেখানো
আপনার পাশে বসিয়ে আহামরি ধরণের কোন খেলনা বা সময় অপচয় না করে যে খেলার মাধ্যমে আপনার বাচ্চার মেধা বারিয়ে তুলতে পারেন সেটা বাচ্চাকে গুন্তে শিখানো। একটু প্লেটে কয়েকটি মটর দানা, ছোলা বুট বা চকলেট দিয়ে বাচ্চাকে পাশে বসিয়ে তাকে গুনতে শেখান। মাঝে মধ্যে কয়েকটি মটর দানা বাচ্চার মুখে পুরে দিন। দেখবেন আপ[নার বাচ্চা ছোট্ট মুখটাই হাসি ফুটিয়ে পাশে বসে খেলবে আর খেলার ছলে গুনতেও শিখবে।
খেলাধুলা আপনার শিশুকে শুধু বিনোদন বা ব্যাস্ত রাখতে সাহায্য করবে তাই নয়, বিনোদনের পাশাপাশি আপনার শিশুর সামাজিক দক্ষতা, মেধাবিকাশসহ আরো নানান ধরণের বুদ্ধি বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। পরস্পর মেলামেশা, সহযোগিতা, সহমর্মিতা, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা- এসব সামাজিক দক্ষতাও আপনার শিশু খেলার মাধ্যমেই অর্জন করবে।

