কিশোরবাংলাপ্রতিবেদন: আমাদের শিশুরা রোবটের মতো বড় হচ্ছে বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফুলের মতো শিশুদের ফোটার যে পরিবেশ দরকার তা তারা পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা যন্ত্রের মতো তাদের মানুষ করছি। সে একটা রোবটের মতো বড় হচ্ছে।”
তিনি অভিভাবকদের তাদের সন্তানকে গল্পের বই পড়তে, কবিতা লিখতে, ছবি আঁকতে এবং খেলাধুলা করতে দেওয়ার আহ্বান জানান।
তাহলে সেসব ছেলে বা মেয়ে যে ক্লাশেই থাকুক ওই ক্লাশে মেধাবী ছাত্র বা ছাত্রী হবে বলে তিনি মন্তব্য করেন। আর তা না হলে তারা সহজেই জঙ্গিবাদ ও অন্ধাকার জগতে প্রবেশ করবে বলে তিনি হুঁশিয়ার করেন।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আর সোনার মানুষ হতে হলে তোমাদের সৎ হতে হবে, সত্যবাদী হতে হবে, নির্ভীক হতে হবে, দেশকে ভালোবাসতে হবে।