শিশুদের ভাষা শিখতে সঙ্গীত ভালো

কিশোর বাংলা প্রতিবেদন: সঙ্গীত শুধু শিশুদের তাল ও সুরের সাথে পরিচয় করিয়ে দেয় তাই নয়, এটা উল্লেখযোগ্যভাবে তাদের ভাষাদক্ষতারও উন্নতি করতে পারে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সের গবেষণার রিপোর্ট থেকে পাওয়া গেছে, বাদ্যযন্ত্র শেখার প্রভাব ভাষা দক্ষতাকে প্রভাবিত করতে পারে। এটি বোঝা যায় না এটি জ্ঞানের দক্ষতার একটি সাধারণ বিকাশের অংশ কি না, বা এমন কিছু যা সরাসরি ভাষা প্রক্রিয়াকরণকে প্রভাবিত করে। 
এমআইটির স্নায়ুবিজ্ঞানী রবার্ট ডেসিমনের নেতৃত্বে ৭৪ টি চীনা কিন্ডারগার্টেন শিশুদের নিয়ে একটি গবেষণার মাধ্যমে এটি সিদ্ধান্তের কাছাকাছি এসে গিয়েছে।
ডেসিমন জানান, শিশুদের অন্যান্য আচরণের মধ্যে পার্থক্য ছিল না, তবে বৈষম্যমূলক শব্দে, বিশেষ করে ব্যঞ্জনবর্ণে তারা উন্নতি দেখিয়েছে।
পিয়ানো শিক্ষার্থীরা সেখানে সেরা উন্নতি দেখিয়েছে বলেও তিনি জানিয়েছেন।