শিশুদের তুলিতে ভাষা আন্দোলন

কিশোর বাংলা প্রতিবেদন: ভাষার মাসে শিশুরা তাদের রঙতুলির আঁচড়ে ভাষা আন্দোলনকে স্মরণ করেছে। শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আগরতলা ষড়যন্ত্র মামলার শহীদ সার্জেন্ট জহুরুল হকের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ভাষা আন্দোলনের পাশাপাশি গ্রাম-বাংলার রূপ, মুক্তিযুদ্ধে বাঙালিদের আত্মদানের চিত্রও ফুটে উঠেছে শিশুদের চিত্রে। অনুষ্ঠানে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে শিশুদের আগামী দিনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। সভায় শহীদ জহুরুল হককে স্মরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
স্বাধীনতা সংগ্রামের অগ্রপথিক শহীদ সার্জেন্ট জহুরুল হকের জন্মদিন উদ্যাপনে মুক্তিযুদ্ধ জাদুঘরে শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগতার এ আয়োজন ১৮ বছর ধরে।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কবি তারিক সুজাত, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু-সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, শিল্পী মনিরুজ্জামান, শিল্পী অশোক কর্মকার, সার্জেন্ট জহুরুল হকের ভাতিজী নাজনীন হক মিমি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দীন তারিক আলী।