রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের শিক্ষা প্রদানে সিসিম স্ট্রিটের মাপেট
কিশোর বাংলা প্রতিবেদন: অসহায় রোহিঙ্গা শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিশুবিষয়ক টিভি অনুষ্ঠান সিসিম স্ট্রিটের সঙ্গে হাতে হাত মিলিয়েছে লেগো ফাউন্ডেশন।
বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শিশুদের জন্য খেলাধুলাভিত্তিক শিক্ষার ব্যবস্থা করতে এবং তাদের দক্ষতা বাড়াতে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রথমবারের মতো এ ধরনের প্রচেষ্টার অংশ হিসেবে এ সপ্তাহে সিসিম স্ট্রিটের নির্মাতা প্রতিষ্ঠান সিসিম ওয়ার্কশপের জন্য ১০ কোটি মার্কিন ডলার সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে লেগো ফাউন্ডেশন। ছয় বছরের কম বয়সীদের জন্য খেলতে খেলতে শেখার অনুষ্ঠান তৈরিতে এ অর্থ ব্যয় করা হবে।
লেগো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জন গুডউয়িন বলেন, ‘সংকটে থাকা শিশুদেরকে খেলাধুলাভিত্তিক শিক্ষা প্রদানের মধ্য দিয়ে আমরা তাদের বাস্তুচ্যুতি ও ট্রমার দীর্ঘমেয়াদী ও ক্ষতিকর প্রভাব কমাতে সহায়তা করতে পারব।’
ব্র্যাক, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল টাইজ ফর চিলড্রেনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে সিসিম ওয়ার্কশপ। অক্ষর ও সংখ্যা পরিচিতির মতো মৌলিক বিষয়গুলো শেখানোই এর লক্ষ্য। চাপ ও ভোগান্তির প্রভাবগুলো মোকাবিলায় সামাজিক ও মনোগত বিকাশের ওপরও জোর দেওয়া হবে। একইসঙ্গে বাস্তুচ্যুত শিশু এবং তাদের আশ্রয়দাতা কমিউনিটির কিছু শিশুকে (যারা সম্ভাব্য বন্ধু) এ শিক্ষা প্রদান করা হবে।
সিসিম স্ট্রিট মুপেটস-এর শক্তির দিকটিকে এক্ষেত্রে বিবেচনায় রাখা হচ্ছে। খেলাধুলাকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করা হবে এবং সেগুলো পরিবার-বান্ধব মোবাইল ও পপ-আপ ভিউয়িং-এর মধ্য দিয়ে আশ্রয়কৃত রোহিঙ্গা ও স্থানীয় কমিউনিটির সঙ্গে শেয়ার করা হবে।
সিসিম স্ট্রিট অনুষ্ঠানের বাংলাদেশি সংস্করণ সিসিমপুরের মতো গ্লোবাল সিসিমের কন্টেন্টও এক্ষেত্রে ব্যবহার করা হবে।

