কিশোরবাংলাপ্রতিবেদন: প্রশ্নফাঁস নিয়ে গোটা দেশ যখন সরগরম তখন এ বিষয়ে মুখ খুললেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল, অভিনেত্রী ও সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে প্রিয়তি প্রশ্নফাঁস নিয়ে প্রশ্ন রেখেছেন এই দেশি গার্ল। তার পোস্টটি হুবহু দেয়া হলো।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে জানার আগ্রহ থেকে আমার তিনটি প্রশ্ন:
১। যেখানে প্রশ্ন ছাপানো হয়, সেই খানে পুরোপুরি সি সি টিভি আউতায় কিনা এবং তাদের মোবাইল ফোন বা ক্যামেরা আছে এমন ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ কিনা, তাদের ব্যাগ ও শরীর তল্লাশি চালানো হয় কিনা ঐ স্থান ত্যাগ করার সময়।
২। যারা প্রশ্নপত্র হ্যান্ডেল করেন, প্রতিবার তাদেরও ব্যাগ ও শরীর তল্লাশি করা হয় কিনা এবং তাদের মোবাইল ক্যামেরা আছে এমন ডিভাইস ঐ সময়ের জন্য জব্দ করা হয় কিনা।